এই কি হলো...কেন হলো
কবে হলো...জানি না।
শুরু হলো...শেষ হলো
কি যে হলো...জানি না তো।।
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধু বুঝি।
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি।
মেঘ মরুতে চায় কি দেখা
দিন যায় একা একা...একা।।
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি।
যে প্রেম দিতে জানে
তার নিয়ে কোনো দাবী।
মনে পরে কেন তারে
মনে পরে বারে বারে (তারে)।।
[গানটি গেয়েছেন কিশোর কুমার]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন