বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০০৯

বিমূর্ত এই রাত্রি

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙিন চাদর।
সেই চাদরের ভাঁজে ভাঁজে,
নিঃশ্বাসেরই ছোঁয়া
আছে ভালোবাসার আদর।।
কামনার গোলাপ রাঙা,
সুন্দর একটি রাত্রিতে।
নিরব মনের বর্ষা,
আনে শ্রাবণ-ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে
নিঃশ্বাসেরই ছোঁয়া
আর ভালোবাসার আদর।।
ঝরে পড়ে ফুলের মতো
মিষ্টি কথার প্রতিধ্বনি
ছড়ায় আতর
যেন ছড়ায় আতর।
পরিভেদহীন সংজ্ঞা মুখিনীর মন আঁধার
কম্পন কাতর। (২)
নিয়ম ভাঙার নিয়মে যে (২)
থাক না বাধার পাথর।
কোমল আঘাত প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।।
দূরের আর্তনাদের নদী,
ক্রন্দন কোনো ঘাটের। (২)
ভ্রুক্ষেপ নেই, পেয়েছি আমি,
আলিঙনের সাগর,
সেই সাগরের স্রোতেই আছে
নিঃশ্বাসেরই ছোঁয়া,
আর ভালোবাসার আদর।।

[গানটি গেয়েছেন ভূপেন হাজারিকা]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

৩টি মন্তব্য:

  1. [...] বাংলার বৌদ্ধ বিচারপতি তোমার বিচার বিমূর্ত এই রাত্রি বৃদ্ধাশ্রম বেল ফুল এনে দাও ব্যারিকেড [...]

    উত্তরমুছুন
  2. সাইফুল আলাম সারোয়ার২০ জুন, ২০১০ এ ১১:৫২ PM

    গানটি আবিদা সুলতানাও গেয়েছিলেন।

    উত্তরমুছুন
  3. হ্যাঁ, আমি জানি এটি আবিদা সুলতানাও গেয়েছিলেন। আসলে আমি যেই ট্র্যাক থেকে লিখেছি সেটি ভূপেন হাজারিকার গাওয়া।

    উত্তরমুছুন