মঙ্গলবার, ২৮ জুলাই, ২০০৯

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না।।
এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য: