চানাচুর আছে আমার এই ঝোলাতে
খোকা খুকু জলদি এসো কিনে নিতে
হেই চানাচুর আরে গারমা গারাম।।
আমার চানাচুর যে ভাই ভারি মজা খেতে
টক ঝাল লবণ আর লেবু মেশানো থাকে এতে
বাদাম ছোলা ডালমুট আছে আরো কতো
ঝোলা খালি হলে সবাই বলে আনতে।।
ফেরী করে চানাচুর বেচা ঝামেলা
তবুও মন থেকে থেকে হয় উতলা।
চানাচুর খেয়ে সবার মুখে ফোটে হাসি
খোকা খুকু ডাকলে আবার অমনি ছুটে আসি
একেক প্যাকেট চানাচুর চার আনাতে দেবো
খেতে খেতে চলে যেও আবার এসো নিতে।।
[গানটি লিখেছেন ও সুর করেছেন এ.এফ.এম.আলিমউজ্জামান]
{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন