নানু দাদু হচ্ছে শিশু
শিশু পার্কে যেয়ে
নাগর দোলায় দুলছে তারা
ইগলু মিমি খেয়ে
আহা কি মজা, কি মজা।।
খোকা খুকুর দলে চেয়ে থাকে
নানু দাদু তাদের দুলতে ডাকে
সবাই দোলে এবার মজা করে
দাদুর কোলে যেয়ে।।
দুলতে দুলতে নানু মজা করে
বাদাম ভাজা খায় পেটটি ভরে
তাইনা দেখে দাদু রেগে থাকে
ফোকলা দাঁতে চেয়ে।।
[গানটি লিখেছেন ও সুর করেছেন এ.এফ.এম. আলিমউজ্জামান]
{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] ভরা জল গো নাই টেলিফোন নাইরে পিয়ন নানু দাদু হচ্ছে নাম রেখেছি বনলতা নারী হয় লজ্জাতে লাল [...]
উত্তরমুছুন