ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক
চলে রেল গাড়ী
এতে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি।।
রেল গাড়ী রেল গাড়ী চলে এঁকে বেঁকে
বাঁশী বাজায় জোরে জোরে একটু থেকে থেকে
নিয়ে যাবে সঙ্গে করে মিষ্টি যে সাত হাড়ি।।
সবাই মিলে মজা করে মামার বাড়ি যাবো
সেথায় গিয়ে চানাচুর আর টক ঝাল আচার খাবো
রাগারাগি করলে সবাই নিয়ে নেবো আঁড়ি।।
[গানটির কথা ও সুর করেছেন এ.এফ.এম.আলিমউজ্জামান]
{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন