বুধবার, ১৮ আগস্ট, ২০১০

আজ চঞ্চল মন

আজ চঞ্চল মন যদি
মৌমাছি হয়ে চায় ক্ষতি কি।
গুনগুন সুরে যদি
সারারাত গান গায় ক্ষতি কি।।
সেই সুরে ফোটে
ফুল ফুটুক না।
সেই গানে ওঠে
চাঁদ উঠুক না।
যদি স্বপ্নে দুটি আঁখি
ভরে যেতে চায় ক্ষতি কি।।
এই রাতে জোনাকী
যত জ্বলুক না।
সেই সাথে হাওয়া
কথা বলুক না।
এই মন যদি মন থেকে
আজ ছুটি পায়ক্ষতি কি।।

[গানটি গেয়েছেন সন্ধ্যা মুখার্জী]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] আজি মনে মনে জাগে আজ এই দিনটাকে আজ চঞ্চল মন আজব দেশের ধন্য রাজা আজ মন চেয়েছে [...]

    উত্তরমুছুন