মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

এই পূর্ণিমা রাত

এই পূর্ণিমা রাত
কিছু সুর কিছুটা আবেশ
একি শুরু না শেষ।।
কেন জানিনা যে
মন আজ বাঁশী হয়ে বাজে
ভুলে যেতে চাই
তবু থাকে কেন রেশ।।
বোঝানোর নেই কোনো ভাষা
ভুল কি যে ভুলে ভালোবাসা
সবই ভালো লাগে
তবু ফাগুনে শ্রাবণ কি জাগে
ভরে মৃগছায় যেন নয়ন নিমেশ।।

[গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] এই কথাটি মনে এই ছন্দ এ এই দুনিয়া এখন এই পূর্ণিমা রাত এই পৃথিবী যেমন আছে এই পৃথিবীর পরে এই [...]

    উত্তরমুছুন