শনিবার, ৭ আগস্ট, ২০১০

কে তুমি আমারে ডাকো

কে তুমি আমারে ডাকো
অলখে লুকায়ে থাকো
ফিরে ফিরে চাই
দেখিতে না পাই।।
মনে তো পড়ে না
তবুও যে মনে পড়ে
হাসিতে গেলেই কেন
হৃদয় আঁধারে ভরে
সমুখের পথে যেতে
পিছনে টানিয়া রাখো।।
নতুন অতিথি দাঁড়ায়ে রয়েছে দ্বারে
তবু ফিরাতে হবে তারে
ভুল করে মালা যদি
দিতে চাই কারো গলে
কেন কাঁপে হাত বলো
বাধা পাই পলে পলে
আমার এ আকাশ শুধু
মেঘে মেঘে কেন ঢাকো।।

[গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can' read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] বলে ধানের দেশ কে কথা কয় রে কেন এ হৃদয় কে তুমি আমারে ডাকো কে বিদেশী বন উদাসী’ কে যেন [...]

    উত্তরমুছুন