শুক্রবার, ৬ আগস্ট, ২০১০

ফুলের কানে ভ্রমর

ফুলের কানে ভ্রমর আনে
স্বপ্ন ভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ।
দখিন হাওয়া এলো ওই বন্ধ হয়ে
তাই কি আজ
কন্ঠ আমার জড়িয়ে ধরে
জানায় শুধু আলিঙ্গন।।
ওই যে বনফুলের বন দোলে
তাই কি আমারই মন দোলে
দোলে গো মন দোলে
পথিক পাখি যায় উড়ে যায়
কোন্‌ সে দূরে যায় গো যায়
মুগ্ধ প্রাণে যায় যে এঁকে
পাখার ছায়ায় আলিপন
আজ আমার কন্ঠ ভরে সুর এলো
আর কাছে আরো আপন হয়ে দূর এলো।
নতুন করে তাই যেন গো
আজ নিজেরে পাই গো পাই
প্রাণে আমার পরশছোঁয়ায়
কিছু হওয়ার শুভক্ষণ।।

[গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন