বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

না না না না এমন

না না না না এমন করে
দাগা দিয়ে সরে থেকো না।
আমায় নিয়ে খেলা করো
তুমি ওগো নিঠুর বড়
দোহাই তোমায় আমায় তুমি
বিষ চোখে চেয়ে দেখো না।।
যা খুশী বলুক লোকে
দেখুক আমায় মন্দ চোখে
থাকলে তুমি আমার কাছে
লোক লাজে ভয় কি আছে
ফুলটাকে কাঁটা দিয়ে
ভুল করে ভরে রেখো না।।
মন নিয়ে কি যে করি
একি জ্বালায় জ্বলে মরি
বুকের আগুন নেভে না হায়
বোঝো না মন কি চায়
আলেয়ার মত তুমি
ছল করে কাছে ডেকো না।।

[গানটি গেয়েছেন আশা ভোঁসলে]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] ভরা জল গো নাই টেলিফোন নাইরে পিয়ন না না না না এমন নানু দাদু হচ্ছে নাম রেখেছি বনলতা নারী [...]

    উত্তরমুছুন