মঙ্গলবার, ৮ জুন, ২০১০

এ গানে প্রজাপতি

এ গানে প্রজাপতি পাখায় পাখায় রঙ ছড়ায়,
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝড়ায়।
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
গানে আমার কে যে দিল সুর।
সে তো জানিনা, সে তো জানিনা।।
আমার এ গান সুনীল সাগরকোলে
মুক্তো খোঁজে শুধু যে ঝিনুক তোলে,
লা, লা, লা...লা, লা, লা...লা, লা, লা।
সে কার বাঁশীতে চাই যে হাসিতে
কাছে আমার আসে কেন দূর।
সে তো জানিনা, সে তো জানিনা।।

[গানটি গেয়েছেন সন্ধ্যা মুখার্জী]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] সেই বৃন্দাবনে এখানে দুজনে নির্জনে এ গানে প্রজাপতি এগো মইলা এবার মলে সুতো হব এ নদী এমন নদী [...]

    উত্তরমুছুন