মাধবী মধুপে হলো মিতালী
এই বুঝি জীবনের মধু গীতালী।
জলে দেখি জোনাকী
মন হলো আনমনা কী।।
তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো
তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো
যদি চুপি চুপি কথা বলে মন
সেই কথা বলো কভু যায় শোনা কী।।
এই যে এতো আলো-হাসি
কখনো আগে জাগেনি
নিজেরে তো আর কোনোদিন
এমন করে ভালো লাগেনি।
ওগো পরানের কবি মোর
আজ হাতে বাঁশী তুলে নাও
উৎসব এ লগন
সুরে সুরে দাও ভরে দাও।
আজ চোখে চোখে চেয়ে সারারাত
হবে শুধু আকাশের তারা গোনা কী।।
[গানটি গেয়েছেন আরতী মুখার্জী]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] মাগো তোমার কোলে মাঝি নাও ছাইরা দে মাধবী মধুপে মানুষ গুরু নিষ্ঠা মানুষ ধর মানুষ ভজ [...]
উত্তরমুছুন