আমি যে জলসাঘরের
বেলোয়াড়ী ঝাড়।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।।
আমি যে আতর ওগো
আতরদানী ভরা।
আমারই কাজ হলো যে
গন্ধে খুশী করা।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।।
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
বুঝেও তবু বলতে পারি না যে
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।।
[গানটি গেয়েছেন মান্না দে]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] গান গাই আমি মেলা থেকে আমি যে কে তোমার আমি যে জলসাঘরে আমি যে ভাই যাদুওয়ালা আমি সরকারী [...]
উত্তরমুছুন