রবিবার, ৩০ মে, ২০১০

আষাঢ় শ্রাবণ মানে না

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
আলোর তরীটিতে
দিন চলে যায়।
আঁধারের মন জ্বলে
তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুলায়
বরষন কোথা যেন হয়েছে।।
দিওনা কখনো পিছু
দিওনা আমায়।
সবকিছু পাওয়া হবে
পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে
সুখ এলো তায়।
আজ মন মোহনায় মিশেছে।।

[গানটি গেয়েছেন লতা মুঙ্গেশকর]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন