রবিবার, ৩০ মে, ২০১০

আমি হতে পারিনি

আমি হতে পারিনি আকাশ
তুমি দিন শেষে
আলোর আবেশ নিয়ে চাঁদ হলে।।
বন ছায়ে দুলেছিল ফুল
পরাগের রাঙা রাগে
ভরেছিল মূল।
মধুকর এসেছিল
নিয়ে মধুমূল।
আজ শুধু আসেনি বাতাস
তুমি দুলে দুলে
রঙের পরশ নিয়ে ফুল হলে।
আমি হতে পারিনি বাতাস।।
ফুল বলে আমি আজ
সুরভি দিলাম।
পাখি বলে আমি আজ
গান গেয়ে যাই।
মন বলে রঙের আগে
ভরে দিতে চাই।
যদি শুধু আসে গো বাতাস।
আজ অনুরাগে
মনের কথাটি ফুটে ফুল হলো।
আমি হতে পারিনি বাতাস।।

[গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] যে ভাই যাদুওয়ালা আমি সরকারী অফিসার আমি হতে পারিনি আমরা কচি আমরা কাঁচা অ্যাম্বিশন [...]

    উত্তরমুছুন