রবিবার, ২ আগস্ট, ২০০৯

আমি যে কে তোমার

আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে
পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।।
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দু'টো ধরো
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারই তুমি করো
ও…তোমারই স্বপ্ন দু'চোখেই আমি আঁকবো।।
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনদিনও
পারবে না কভু কেড়ে নিতে
ও…সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] আমি বাংলায় গান গাই আমি মেলা থেকে আমি যে কে তোমার আমি যে ভাই যাদুওয়ালা আমি সরকারী [...]

    উত্তরমুছুন