শনিবার, ১ আগস্ট, ২০০৯

নিশিতে যাইও ফুলবনে

নিশিতে যাইও ফুলবনে
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;
আমি কব কথা শিশিরের সনে
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
তুমি নীরব চরণে যাইও
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
তুমি নীরব চরণে যাইও
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] হয় লজ্জাতে লাল নিথুয়া পাথারে নেমেছি নিশিতে যাইও ফুলবনে নূরজাহান! নূরজাহান! নোঙর তোল [...]

    উত্তরমুছুন