(আমার) সোনার ময়না পাখি
কোন্ দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে।।
সোনা বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় রে
বাইন্ধা তোরে রাখি রে।।
দেহ দিছি প্রাণ রে দিছি
আর নাই কিছু বাকি
শত ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে।।
[গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ ওসমান খান]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] তুমি সে আমার ছোট বোন সে যে আমার হোক সোনার ময়না পাখি সোনার হিন্দোলে কিশোর-কিশোরী সোনা [...]
উত্তরমুছুন