ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে।।
যেদিন গাড়িয়াল উজান যায়
নারীর মন মর ছুইরা রয় রে
ওকি গাড়িয়াল ভাই...
হাঁকাও গাড়ি তুই চিল মারির বান দরে রে।।
আর...কি কব দুষ্টের জ্বালা...গাড়িয়াল ভাই
গাঁথিয়াছি কনমালা রে।
ওকি গাড়িয়াল ভাই...
কত কাঁদি মুই নিদুয়া পাথারে রে।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন