সোমবার, ১৯ জানুয়ারী, ২০০৯

জন্ম আমার বাংলাদেশে

জন্ম আমার বাংলাদেশে
এই তো আমার গর্ব।
মরতে যদি হয় আমাকে
দেশের জন্য মরব।।
একাত্তরে প্রাণ দিয়েছে
আমার মা-বোন-ভাই,
রক্তেরই দাম দিতে মোরা
শপথ নিলাম তাই।
আসুক না আজ শত বাধা
জান দিয়ে ভাই লড়ব।।
এই দেশেরই শ্যামল সুধায়
জুড়ায় আমার প্রাণ,
উদাস করে দেয় আমাকে
রাখালীয়ার গান।
শপথ নিলাম সবাই মিলে
সোনারই দেশ গড়ব।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] সংগ্রাম চলবেই জন্ম আমার ধন্য হলো জন্ম আমার বাংলাদেশে জন্মিলে মরিতে হবে জয় বাংলা বাংলার [...]

    উত্তরমুছুন