হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে
ওরে মন একবার বলো রে।
প্রতি অক্ষরে তার স্বয়ং শ্রীকৃষ্ণ
স্বরূপে প্রকাশ হলো রে।।
কৃষ্ণ মহিমার নেই আদি-অন্ত
সত্য যুগেতে হরি সে।
ত্রেতাতে শ্রীরাম আর দ্বাপরে কানাইয়া
কলিতে চৈতন্য এলো রে।।
বৈরাগী কৃষ্ণের বৈষ্ণবী রাধা
অনন্ত পুরুষ আর প্রকৃতি।
যুগল মুরতি করো ধ্যানে দর্শন
এই ভব বন্ধন হলো রে।।
আর কি বা সখী শেষে পাবে যে
স্বপ্ন ভঙ্গের বেদনা।
ভগবত কৃপা অমৃত আশা
অন্ধ নয়নের আলো রে।।
জন্ম মৃত্যু এপার ওপার
মধ্যে জীবনের এই তরী।
কান্ডারী শুধু প্রভু নারায়ণ
সেই ভরসায় ভেসে চলো রে।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
এরকম মরমী গান সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
উত্তরমুছুনnice
উত্তরমুছুনধন্যবাদ দাদা
উত্তরমুছুন