শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০০৮

আছেন আমার মোক্তার

আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার।।
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই।
দুই কান্দে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী
দলিল দেইখা রায় দিবেন
টাকা-পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুঁশিয়ার।।
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার।
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুঁশিয়ার।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

২টি মন্তব্য:

  1. ei song ta vaber gaan hobe......
    adunik gaan na eta...
    etar category hobe addhatik..

    tnx... for you nice site.

    উত্তরমুছুন
  2. [...] আগে যদি জানতাম আচ্ছা কেন মানুষগুলো আছেন আমার মোক্তার আজি মনে মনে জাগে আজ এই দিনটাকে আজব [...]

    উত্তরমুছুন