বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০০৮

আমায় গেঁথে দাওনা

আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।।
আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই
দেবো তারই সমাধিতে আমি
তোমার হাতের মালা।।
তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথি
কেঁদে হয় আকুল
আজও তারই স্মরণ করে সবাই
সাজাই ফুলের ডালা।।

{গানটি না পড়তে পারলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] আমার স্বপ্নে দেখা আমার সোনার বাংলা আমায় গেঁথে দাওনা আমি এক বাংলার আমি দূর হতে তোমারে আমি [...]

    উত্তরমুছুন