শনিবার, ২৩ আগস্ট, ২০০৮

দীপ ছিল শিখা ছিল

দীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না।
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।।
ঝর্ণা কেমনে হয় নদী
সাগরে ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না।।
বুক ভরা আশা নিয়ে
মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে
রেখেছি সে ফুল বুকে করে
তার এই ফুল রয়ে গেল
কেউ তুললো না।।

[গানটি গেয়েছেন মান্না দে]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন