হয়ত তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়ে
যদি কখনো এ প্রান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
শুধু ছুটে গেছি তাই।।
আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবু তোমারে চাই।।
আমি যে দুরন্ত দু'চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন চোরাই
তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ সব ছেড়ে চলো যাই।।
[গানটি গেয়েছেন মান্না দে]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
সুন্দর গান
উত্তরমুছুনখুব ভাল্লাগ্লো
উত্তরমুছুন