শনিবার, ১৬ আগস্ট, ২০০৮

চিরদিনই তুমি যে

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী...সঙ্গী...আমরা অমর সঙ্গী।।
এতো কাছে রয়েছ তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই।
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি।।
এ জীবন ফুরিয়ে যেদিন
পাব এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু'জনার এই দুটি মন।
হৃদয়ের সব কবিতায়
ঝড়ে পড়ে ছন্দ তারই।।

{গানটি না পড়তে পারলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] চল চানাচুর আছে আমার চিরদিন পুষলাম এক চিরদিনই তুমি যে আমার চোখের আলোয় [...]

    উত্তরমুছুন