বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।
ও...বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।
[গানটি গেয়েছেন শচীন দেব বর্মন]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] বাগিচায় বুলবুলি তুই বাদলা দিনে মনে বাঁশি শুনে আর কাজ বাড়ির কাছে আরশী নগর বাংলাদেশের শিশু [...]
উত্তরমুছুন