এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।
বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি।
আমি মিনতি করে গেলাম।।
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম।।
[গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন]
{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] আমি এই দুনিয়া এখন এই পদ্মা, এই মেঘনা এই মন তোমাকে দিলাম এই শিকল পরা ছল এই সুন্দর স্বর্ণালী [...]
উত্তরমুছুন