শনিবার, ৯ আগস্ট, ২০০৮

অশ্রু দিয়ে লেখা

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু'জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

[গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য: