আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি
বাঁশি কই আগের মতো বাজে না
মন আমার তেমন যেন সাজে না
তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি।।
মনে পড়ে উদাস করা নকসী কাঁথার মাঠে
ভুলেই যেতুম খেলায় কখন সূর্য্যি যেত পাতে।
মনের থেকে সেসব ছবি হারিয়ে ফেলেছি।।
এসব কথা থেকে থেকে যখন মনে আসে
কিশোরী দিন স্বপ্ন রঙিন চোখের জলে ভাসে।
হঠাৎ দেখি অনেকটা পথ চলে এসেছি।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] আমি না লইলাম আমি বাংলায় গান গাই আমি মেলা থেকে আমি যে ভাই যাদুওয়ালা আমি সরকারী [...]
উত্তরমুছুন