পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল।।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া শ্মশান, নয়া শ্মশান।
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।
[গানটি লিখেছেন গোবিন্দ হালদার এবং গেয়েছেন সমর দাস]
{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
Thanks to Ananda for correcting one minor mistake. The problem has been fixed in the original post.
উত্তরমুছুন[...] দেখে পিচ ঢালা এই পিরীত করিয়ে পিরীত পূর্ব দিগন্তে সূর্য পৃথিবী বদলে গেছে প্রজাপতি প্রজাপতি [...]
উত্তরমুছুন