রবিবার, ৬ এপ্রিল, ২০০৮

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল
পাকে পাকে তড়পায় সমকাল
মারীভয় সংশয় ত্রাসে
অতিকায় অজগর গ্রাসে
মানুষের কলিজা
    ছেঁড়ে খোঁড়ে খাবলায়
       খাবলায় নরপাল।

ঘুম নয় এই খাঁটি ক্রান্তি
ভাঙো ভাই খোঁয়ারির ক্লান্তি
হালখাতা বৈশাখে
শিস দেয় সৈনিক হরিয়াল।।

দুর্বার বন্যার তোড়জোড়
মুখরিত করে এই রাঙা ভোর
নায়ে ঠেলা মারো হেঁই এইবার
    তোলো পাল তোলো পাল ধরো হাল।।

কড়া হাতে ধরে আছি কবিতার
হাতিয়ার কলমের তলোয়ার
সংগ্রামী ব্যালাডে
       ডাক দেয় কমরেড কবিয়াল।।

[গানটি লিখেছেন আবু বকর সিদ্দিক এবং সুর ও স্বরলিপি করেছেন সাধন সরকার]

{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] বিচারপতি তোমার বিচার বেল ফুল এনে দাও ব্যারিকেড বেয়নেট বেড়াজাল ব্রজ গোপী [...]

    উত্তরমুছুন