বুধবার, ২৫ আগস্ট, ২০১০

তোমারই বাঁকা ও

তোমারই বাঁকা ও চোখ
ঝিলিক মারে ঝিকিমিকি।
জ্বলছে এ বুকে যে
তুষের আগুন ধিকিধিকি।।
একি বলো সইতে পারি
তবু না কইতে পারি।
মিছে কি ভেবে মরি
ও মন পাবো ঠিকই।
এখনো তো আমি কি চাই
বুঝেও তুমি বোঝোনি কি।।
জানি না মনে মনে
কি যে তুমি ফন্দি করো।
নাহয় আমায় তুমি
ওই নজরে বন্দী করো।
তবু কি থাকবে সরে
দূরে কি রাখবে মোরে।
মনে হয় এবার আমি
আরো ভালোবাসতে শিখি।
এখনো তো আমি কি চাই
মনে মনে খোঁজোনি কি।।

[গানটি গেয়েছেন শ্যামল মিত্র]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] কবিতা তুমি রামপ্রসাদের মা তোমাকে চাই তোমারই বাঁকা ও তোমারে লেগেছে এত তোমায় দেখে ছবি তব [...]

    উত্তরমুছুন