শুক্রবার, ২০ আগস্ট, ২০১০

কেন এ হৃদয়

কেন এ হৃদয় চঞ্চল হলো
কে যেন ডাকে বারে বারে
কেন, বলো কেন।।
আমি ফুল দেখেছি
ফুল ফুটতে কখনো দেখিনি
আজ মনে হয় এই শিহরণ
এই বুঝি ফুটছে আমার কলি।।
কেন এ কন্ঠে এলো গান
কেন, বলো কেন।
কি এক মধুর নেশা যেন
কেন, বলো কেন।
কি যে সুর শুনেছি
সুর ভুলতে এখনো পারিনি
আজ মনে হয় গান হয়ে মোর
তাই বুঝি ফুটছে কথার কলি।।

[গানটি গেয়েছেন সন্ধ্যা মুখার্জী]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] কেউবা বলে ধানের দেশ কে কথা কয় রে কেন এ হৃদয় কে বিদেশী বন উদাসী’ কে যেন [...]

    উত্তরমুছুন