শনিবার, ১৪ আগস্ট, ২০১০

নিশি রাত বাঁকা চাঁদ

নিশি রাত বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশী বাজে বাতাসে...বাতাসে।।
ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর
কতভাঙা তবু এলো জোছনা
ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর
স্বপ্ন বাসর করি রচনা।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তার বেশী পেয়েছি...পেয়েছি।।
জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিল ফুরায়ে
গজমতি হারে যেন ধুলিয়ে
ভিখারিনী পেল আজ কুড়ায়ে।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তার বেশী পেয়েছি...পেয়েছি।।

[গানটি গেয়েছেন গীতা দত্ত]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] নিশা লাগিল রে নিশিতে যাইও ফুলবনে নিশি রাত বাঁকা চাঁদ নীচুর কাছে নীচু নীল আকাশের নিচে [...]

    উত্তরমুছুন