বুধবার, ১১ আগস্ট, ২০১০

কাকলী কুজন আজ

কাকলী কুজন আজ
ভ্রমরের মধু গুঞ্জনে
একি সাড়া পাই গো
একি সাড়া পাই গো
যে ফাগুন এলো আজ
জীবনে আমার।
তুলনা তো নাই তার
তুলনা তো নাই।।
মধুর লীলায়
মাধবী মুকুল কেন
সুরভী বিলায় গো
তারই রঙে মন মোর
ভরে নিতে চায় গো।।
ক্ষণে ক্ষণে তাই আজ শুনি
নিখিলে নিখিলে ওই
বাজে ফাল্গুনী শুনি।
অলস তলায় সুরের পরশ
লাগে মনেরই খেলায়
গো অলস বেলায়।
আপনারে বারে বারে
তাই ভুলে যাই গো
তাই ভুলে যাই।।

[গানটি গেয়েছেন আলপনা বন্দোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] হাউজের সেই কবিতা পড়ার প্রহর এসেছে কাকলী কুজন আজ কাছে এসো যদি বলো কানা বগী বড় হলো [...]

    উত্তরমুছুন