জীবন নদীর জোঁয়ার-ভাটায়
কত ঢেউ ওঠে পড়ে
সে হিসাব কভু রাখে না কালের খেয়া
কত পথ সে তো পাড় হয়ে যায়
আনে তার হাওয়া ভরে
ওরে ও যাত্রী এই খেয়াতেই
পাড়ি দিতে হবে আজই
কূল হতে কূলে নিয়ে যেতে তোরে
নিয়তি সেধেছে মাঝি
তার কঠিন মুঠিরে চিরদিনই তোর
ভাগ্যের হাল ধরে।।
সমুখে যে তোর হাতছানি দেয়
চির জানার ডাক
এই পথে যেতে পিছে পড়ে রবে
জীবনেরও কত জন।
ওরে ও যাত্রী কে জানে
কোন্ কূলে গিয়ে কবে
কাল কি না জানা
অকূলেরও এই পথ তোর শেষ হবে
পথিকেরই শোকে কেন তবু চোখে
শ্রাবণেরই ছায়া ঝরে।।
[গানটি গেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] জীবনের ছককাটা চত্বর জীবন খাতার প্রতি জীবন নদীর জোঁয়ার-ভাটায় জীবনপুরের পথিক [...]
উত্তরমুছুন[...] জীবনের ছককাটা চত্বর জীবন খাতার প্রতি জীবন নদীর জোঁয়ার-ভাটায় জীবনপুরের পথিক [...]
উত্তরমুছুন