সোমবার, ১২ জুলাই, ২০১০

এই যে চাঁদের আলো

এই যে চাঁদের আলো
লাগে কত ভালো।
আজ শুধু মন বলে
এ চাঁদ আমারই।।
বাতাসেরও দোল ঝড়ায়
কি আবেশে মন ভরায়
আজ শুধু মন বলে
এ রাত আমারই।।
এই যে নীরবতা
এ যেন এক রূপকথা।
চেয়ে দেখি ফুল হাসে
সুর আসে আর গান আসে
আর শুধু মন বলে
এ গান আমারই।।

[গানটি গেয়েছেন সন্ধ্যা মুখার্জী]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] একলা এই মন তোমাকে দিলাম এই যে কাছে এই যে চাঁদের আলো এই রাঙামাটির পথে এই শিকল পরা ছল এই [...]

    উত্তরমুছুন