বুধবার, ৭ জুলাই, ২০১০

আমি এক দুরন্ত

আমি এক দুরন্ত যাযাবর
দিন নেই, রাত নেই,
বসে থাকি গাড়িতেই,
পথেই বেঁধেছি মোর ঘর।।
এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা।
এখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা।
চাওয়া-পাওয়া নেই কিছু
কোনো বাঁধন নেই পিছু।
কেউ আমার রাখে না খবর।।
এধারে ওধারে সারি সারি চলে কতজনে।
কে এলো, কে গেলো, এতকিছু কে রাখে মনে।
সকলেরে ভালোবাসি
সবার সাথে কাঁদি-হাসি।
দুনিয়াতে কেউ নয় পর।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] আমায় গেঁথে দাওনা আমায় ভাসাইলি রে আমি এক দুরন্ত আমি এক বাংলার আমি কেমন করে আমি চিরতরে [...]

    উত্তরমুছুন