মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

যারে যাবি যদি যা

যারে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল
ভুলে গিয়েছি।।
যারে বাঁধন কেটে যা
যারে হৃদয় ভেঙ্গে যা
শুনেছি খাঁচার পাখি
আপন হবার নয়।
জানি রে জানি তোকে
ভালোবাসা ভালো নয়।।
যারে আকাশে উড়ে যা
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে
তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা
খুঁজে পাবার কথা নয়।।

[গানটি গেয়েছেন বশির আহমেদ]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] বল যা পেয়েছি আমি যাবার বেলা ফেলে যারে যাবি যদি যা যারে হাত দিয়ে যায় ঝিলমিল ঝিলমিল [...]

    উত্তরমুছুন