সোনালী রোদ্দুরে
সবুজ এ প্রান্তরে
এ সোনা সোনা রোদ মেখে
দূরের ওই আকাশে
আর বেলা বাতাসে
যাই আজ নামটি লিখে
দু'জনে..................।।
আজ স্বপ্ন ঘেরা
ভালোবাসা বলছে আমায়।
মন তোমায় পেয়ে
দিশাহারা খুশীর দোলায়।
মেঘের মতো ভেসে
চলো নিরুদ্দেশে
যাই আজ নামটি লিখে
দু'জনে..................।।
প্রেম আজ উতলা
বাঁধনহারা নদীর মতো।
চায় পথ হারাতে
তোমার সাথে ইচ্ছে মতো।
চেনা পথের শেষে
অচেনা এই দেশে
যাই আজ নামটি লিখে
দু'জনে..................।।
[গানটি সুর করেছেন জিৎ গাঙ্গুলী এবং গেয়েছেন শান ও মোনালী ঠাকুর]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] কিশোর-কিশোরী সোনালী প্রান্তরে সোনালী রোদ্দুরে সোনা সোনা [...]
উত্তরমুছুন