মঙ্গলবার, ১৫ জুন, ২০১০

বড় একা লাগে

বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে।।
সারাটি দিনের কাজে
কী জানি কি ভেবে আমি
কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে।
কে যে বলে দেবে এই আমাকে।।
এই তো ভালো ভাবি একা ভুলে থাকা
থাক না পড়ে পিছে এই পিছু ডাকা।
চেনা-অচেনাতে যাক না মিশে।।

[গানটি গেয়েছেন মান্না দে]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] চেয়ে বসন্ত বাতাসে সই গো বড় আশা করে বড় একা লাগে বড় সাধ জাগে বাউল মন বাগিচায় বুলবুলি [...]

    উত্তরমুছুন