রবিবার, ১৩ জুন, ২০১০

এই মেঘলা দিনে একলা

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।।
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা-যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন।।
শুধু ঝড়ে ঝড়ো ঝড়ো
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কী যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন।।

[গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] পরে এই বাংলার মাটিতে এই বেশ ভালো আছি এই মেঘলা দিনে একলা এই মন তোমাকে দিলাম এই রাঙামাটির পথে [...]

    উত্তরমুছুন