সুরের আকাশে তুমি যে গো সুখতারা
আমায় করেছ একি চঞ্চল
(আমি) বিহ্বল দিশাহারা।।
অরুণাচলের বুকে
তুমি জাগালে দীপ্ত মুখে
মহাতম সাঁই আলোর ঝর্ণাধারা।।
নব চেতনার রক্তকমল দলে
অগ্নি ভ্রমর দিগন্তে জাগে
রাগিনী পরিমলে।
মিছে হলো অভিশাপ,
মোর জীবনের সন্তাপ।
কত রজনীর অশ্রু তিমির
ভেঙেছ অন্ধ কারা।।
[গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] সালাম সালাম হাজার সালাম সুখে থাকো ও সুরের আকাশে তুমি সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি সে [...]
উত্তরমুছুন