সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায়ে জানা।।
মুখ চাহিয়া হাসে আমার যত আদি পরী
দেখিয়াছি বন্ধের দুখ ভুলিতে না পারি।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] তুমি সে আমার ছোট বোন সে যে আমার হোক সোনা বন্ধে আমারে সোনার ময়না পাখি সোনার হিন্দোলে [...]
উত্তরমুছুনI like it
উত্তরমুছুন