দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি
দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো
সুমন্দভাসীনি।।
প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগীনি।।
বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।।
তব কবরী মূলে, নব এলাচীরো ফুল
দুলে কুসুম বিলাসিনী।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] দুর্গম গিরি কান্তার মরু দুটি মন আর দূর দ্বীপবাসিনী দে মা দেখা দোলে দোদুল [...]
উত্তরমুছুন