মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১০

একদিন মা-টি-র ভিতরে

একদিন মা-টি-র ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর।।
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত,
মাতা পিতা তারার সুতো;
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর।।
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড।।
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর।।
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে।।
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] একটা গান লিখো একতারা তুই দেশের কথা একদিন মা-টি-র ভিতরে একদিন স্বপ্নের দিন একবার যদি কেউ এক [...]

    উত্তরমুছুন