শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।
তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।।
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।।
তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] গান গেয়ে শুভ্র সমুজ্জ্বল, হে চির শুয়াচান পাখি শূণ্য এ বুকে শোনো, একটি মুজিবরের থেকে [...]
উত্তরমুছুনIT'S JUST GREAT.
উত্তরমুছুন