মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০০৯

তুমি এমনই জাল

তুমি এমনই জাল পেতেছো সংসারে
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।
আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু'চোখে মেলে পাই না খুঁজে তারে।।
আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] তিরিশ বছর তীরহারা এই ঢেউয়ের সাগর তুমি এমনই জাল তুমি কি দেখেছ কভু তুমি সুন্দর তাই [...]

    উত্তরমুছুন